মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

পাহাড়ে প্রান্তিক কৃষকের পাশে সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে প্রান্তিক কৃষকের পাশে সেনাবাহিনী

রাঙামাটিতে কৃষকের কাছ থেকে আনারস কিনছেন সেনা সদস্যরা

করোনার প্রভাব পড়েছে পাহাড়ে মৌসুমি ফল বাজারে। ভাল দাম পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় অনেক চাষির কষ্টের ফল নষ্ট হচ্ছে বাগানে। বিষয়টি নজরে এলে পাহাড়ের প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ায় সেনাবাহিনী। নানিয়ারচর উপজেলার সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল কাইয়ুম হোসেনের নেতৃত্বে কেনা হয় কৃষকের মৌসুমি ফল। স্থানীয় চাষী কৃষ্ণ মহন চাকমা বলেন, এবার নানিয়ারচরে আনারসের বাম্পার ফলন হয়েছে। করোনা আর পরিবহন সংকটের কারণে ফল বাজারে সরবরাহে সমস্যা  হচ্ছে। নানা জটিলতার মধ্যে ফল বাজারে নিলেও দাম মিলছে না চাহিদামতো। এ অবস্থায় সেনাবাহিনী তাদের বাগানের সব আনারস কিনে নিয়েছে। দামও দিয়েছে ভাল।  লে. কর্নেল কাইয়ুম হোসেন জানান, চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কেনার পাশাপাশি মৌসুমি ফল আনারস ক্রয় করে তাদের সহায়তায় এগিয়ে আসেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। এতে চাষিরা ন্যায্যমূল্যে আনারস বিক্রি করতে পারছেন পরিবহন ভাড়া বাঁচিয়ে। সেনাবাহিনীর এ সহযোগিতা পার্বত্যাঞ্চলে অব্যাহত থাকবে।

বিনামূলে চিকিৎসা সেবা : সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজে গতকাল তিন শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর সদর দপ্তর সাভার ও ৯ পদাতির ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এদিকে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।

 

সর্বশেষ খবর