বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

তবু শেষকৃত্য তাদের হাতে

পাবনা প্রতিনিধি

করোনা আক্রান্ত কিংবা উপসর্গে মৃতদের দাফন/শেষকৃত্য সম্পাদনে সংশ্লিষ্ট পরিবার ও প্রশাসনের আস্থায় পরিণত হয়েছে একদল স্বেচ্ছাসেবক। ধর্মীয় রীতি মেনে বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী তারা সৎকার করছেন সব ধর্মের মানুষের মরদেহ। করোনা মহামারীর সময় সাহসিকতার অনন্য নজির স্থাপন করা এমন কাজে প্রশংসিত হচ্ছেন তারা। কখনও করোনায় মৃতের লাশ নিয়ে স্থানীয়দের অজ্ঞতা এবং আতঙ্কের কারণে বিড়ম্বনার শিকারও হচ্ছেন তারা। জানা যায়, করোনার শুরুতে পাবনার বড় বড় রাজনৈতিক দলের নেতারা মরদেহ দাফনের ঘোষণা দিয়ে প্রচারণা চালান। কিন্তু প্রয়োজনের সময় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এ কাজে জেলায় একমাত্র ভরসা কোয়ান্টাম ফাউন্ডেশন ও তহুরা আজিজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। গত এক মাসে তারা করোনা আক্রান্ত কিংবা উপসর্গে মারা যাওয়া ১৫ জনের মরদেহ সৎকার করেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সৎকার করা মরদেহের মধ্যে একজন খ্রিস্টান ও দুজন হিন্দুও রয়েছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দলের নেতা তৌহিদুল ইসলাম বলেন, কয়েকদিনেই বিচিত্র অভিজ্ঞতায় পৃথিবীকে যেন নতুন করে চিনেছি। মৃত মানুষের কোনো ধর্ম নেই, তার পরিচয় মানুষ। শেষ বিদায়ের সম্মান পাওয়ার অধিকার সবার রয়েছে। সে দায়বোধ থেকেই মরদেহ সৎকার করছি আমরা। তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুব বলেন, দু-একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই মরদেহ দাফনে কাজ করার সময় মানুষ আমাদের দিকে এমনভাবে তাকায় যেন আমরা কোনো ভয়ঙ্কর জীব। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, আক্রান্ত রোগীর মরদেহ থেকে করোনা ভাইরাস ছড়ায় না। স্রষ্টা চাইলে যে কোনো সময় যে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। স্বেচ্ছাসেবীরা মরদেহ দাফনে যেভাবে প্রশাসনকে সহায়তা করছে তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর