বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

মেঘনায় বিলীন ২০০ বসতভিটা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মেঘনায় বিলীন ২০০ বসতভিটা

প্রতি বছরই মেঘনার ভাঙনের কবলে পড়ছে রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া, চর ঘাশিয়া ও চরলক্ষ্মী গ্রাম। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় গত এক মাসে প্রায় ২০০ বসতঘর ও চারটি মাছের আড়ৎ বিলীন হয়ে গেছে। চরাঞ্চলের লোকজন ভিটামাটি হারানোর ভয় নিয়ে বসবাস করছে। গৃহহীন হয়ে অনেকে দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। ভাঙনের হুমকিতে রয়েছে নদীর দুই পাড়ের বিস্তীর্ণ জনপদ ও হাজার হাজার একর ফসলি জমি। দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু ছালেহ মিন্টু ফরাজী জানান, ‘চরকাছিয়া ও চরলক্ষ্মী গ্রামের ১০০ পরিবারের ঘরবাড়ি গত এক সপ্তাহে নদীতে ভেসে গেছে। বর্তমানে বিলীন হওয়ার পথে আরও ৮০টি পরিবারের বসতভিটা। ভূমিহীন হয়েছে কমপক্ষে ৩০০টি পরিবার। চেয়ারম্যান জানান- স্থানীয় সংসদ সদস্য ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিনে নদী ভাঙনের চিত্র দেখেছেন। কিন্তুু ভাঙনরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর