শিরোনাম
বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

ক্যানেলের সেই বাঁধ ভেঙে দেওয়া হলো

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলার দুই হাজার হেক্টর আবাদি জমির পানি নিষ্কাশনের ক্যানেলে দেওয়া বাঁশের একটি বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। অন্যগুলোও ভাঙা নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যানেলটিতে কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করে মাছ ধরায় খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রায় দুই হাজার হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। ৫-৭ বছর ধরে এ বাঁধ নির্মাণের ফলে অল্প বৃষ্টিতেই জমি প্লাবিত হওয়ায় ১২-১৪ হাজার কৃষক বছরে শুধু একবার বোরো চাষ করেন। পানি আটকে রাখার বিষয়টি বাংলাদেশ প্রতিদিন অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে সোমবার বিকালে চিরিরবন্দরের ইউএনও আয়েশা খাতুন সাইতাড়া ইউপির খোচনাগ্রামের বানপাড়ার সব চেয়ে বড় বাঁধটি ভেঙে দেন।

সর্বশেষ খবর