বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

বাংলাবান্ধা দিয়ে রপ্তানি শুরু ফিরেছে কর্মচাঞ্চল্য

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাবান্ধা দিয়ে রপ্তানি শুরু ফিরেছে কর্মচাঞ্চল্য

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানির পাশাপাশি গতকাল শুরু  হয়েছে রপ্তানি কার্যক্রম। এরআগে ১৩ জুন শুরু হয় আমদানি। আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ঘুরছে পাথর ক্র্যাশিং মেশিনের চাকা। শুরু হয়েছে রাজস্ব আয়। এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে আসছে। করোনা সংকট মোকাবিলায় গত মার্চ মাসে বন্দরে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন বেকার হয়ে পড়ে প্রায় ২০ হাজার শ্রমিক। কর্মহীন হয় ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট আরও কয়েক হাজার মানুষ। গত ১৩ জুন বন্দরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আমদানি কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের দেওয়া ১৩টি নির্দেশনা নিয়ে প্রতিদিন ১০০ ট্রাক পাথর আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এর ১১ দিন পর শুরু হল রপ্তানি কার্যক্রম। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয়ও হচ্ছে। বাংলাবান্ধা বন্দর আমাদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে।

তিন মাস পর সচল নাকুগাঁও : শেরপুর প্রতিনিধি জানান, করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া শুরু হয়েছে। গতকাল ভারতের ডালু বন্দর দিয়ে নাকুগাঁওয়ে আমদানি করা ৮ ট্রাক পাথর এসে পৌঁছে। বাংলাদেশ সরকার নাকুগাঁও বন্দর খোলা রাখলেও গত ২৫ মার্চ থেকে ভারত ডালু স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও মানুষ চলাচল বন্ধ করে দেয়। ফলে অচল হয়ে পড়েছিল নাকগাঁও বন্দর। এ বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, বন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীর পথে বসার জোগাড় হয়েছে। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার শ্রমিক। বন্দর সচল হওয়ায় আবার কর্মচাঞ্চল্য ফিরবে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

সর্বশেষ খবর