বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

স্কুলছাত্রীসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

স্কুলছাত্রীসহ নিহত ৭

সিরাজগঞ্জ, নেত্রকোনা, বাগেরহাট, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবাহী ট্রাক। এত ইটবাহী ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল : কালিহাতি উপজেলার এলেঙ্গায় বিকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ তিনজন। নিহতেরা হলেন ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম (২০) ও আ. হালিমের স্ত্রী উমেছা (৬০)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানে হয়েছে।  নেত্রকোনা : মোহনগঞ্জ উপজেলার খান বাহাদুর বাজারের কাছে দুপুরে অটোরিকশাচাপায় পরশ মনি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার পাথরকাটা গ্রামের ইছা মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, পরশ মনি কিছু একটা কেনার জন্য খান বাহাদুর বাজারে যাচ্ছিল। পথে জয়পুর থেকে মোহনগঞ্জগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। বাগেরহাট : বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট এলাকায় দুপুরে সড়ক দুর্ঘটনায় শেখ ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জের সোনারামপুর এলাকায় বিকালে ট্রাকচাপায় মারা গেছেন মোহাম্মদ ইব্রাহিম নামে এক চাতাল শ্রমিক। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তার বাড়ি আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর