শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

দুই বছর না যেতেই ভেঙে পড়ল পাকা সড়ক

কিশোরগঞ্জ প্রতিনিধি

দুই বছর না যেতেই ভেঙে পড়ল পাকা সড়ক

নির্মাণের দুই বছর না যেতেই কিশোরগঞ্জের ভৈরবের গোকুলনগর থেকে কালিকাপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এর ফলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার রাধানগর, কালিকাপুর, হরেষপুর, নবীপুর, জগমোহনপুর ও লুন্দিয়া গ্রামের কয়েক হাজার মানুষ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে সড়কটির নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০১৮ সালে। ভৈরব উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ বলেন, বৃষ্টি হওয়ায় পানির স্রোতে সড়কটির একটি স্ল্যাভ ভেঙে গেছে। আপাতত মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। পরে ভাঙা অংশে কালভার্ট তৈরি করা হবে। ভৈরবের ইউএনও লুবনা ফারজানা বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর