শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

উত্তরে আবারও বন্যার শঙ্কা

প্রতিদিন ডেস্ক

উত্তরে আবারও বন্যার শঙ্কা

লালমনিরহাটে সড়কের ওপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি

পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণে দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুরে নদ-নদীর পানি আবারও বেড়েছে। তলিয়ে গেছে এ সব জেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। এ তিন জেলার মানুষের মধ্যে ফের বন্যার শঙ্কা জেগেছে। গত সপ্তাহে এ সব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রতিনিধিদের খবর- কুড়িগ্রাম : জেলার ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রে পানি বেড়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সেতু পয়েন্টে ধরলার পানি ৩৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রক্ষ্মপুত্রের পানি ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৬ সেন্টিমিটার বেড়েছে। লালমনিরহাট : জেলায় তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তার পারের মানুষ বন্যার আশঙ্কা করছেন। গতকাল বিকালে হাতীবান্ধা দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তার চর এলাকায় লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। দিনাজপুর : কাহারোল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে গুচ্ছগ্রামের মানুষ। কেউ কেউ আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু স্থানে। দুর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।

সর্বশেষ খবর