শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

কমিউনিটি ক্লিনিকে নিয়োগবাণিজ্য!

বদরগঞ্জ প্রতিনিধি

রংপুর বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মাঠেরহাট কমিউনিটি ক্লিনিকে এমএইসভি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগিরা জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) বরাবর গণস্বাক্ষরসম্বলিত অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ওই  কমিউনিটি ক্লিনিকে এমএইসভি পদে নিয়োগপরীক্ষা সম্পাদন করে সাতজনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইসসিপি ওবায়দুর রহমান অনেক পরীক্ষার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। সাতজনের নিয়োগ হলে টাকা প্রদানকারীরা সিএইসসিপির কাছে টাকা ফেরত চান। সিএইসসিপি কারো কারো টাকা কিস্তি আকারে পরিশোধ করলেও অনেকের টাকা পরিশোধ না করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। এ নিয়ে ভুক্তভোগিরা গত ১৮ জুন ওই ক্লিনিকের সামনে নিয়োগ বাতিল ও ওবায়দুর রহমানের বিচার দাবিতে মানববন্ধন করেন। এছাড়া যে সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে তা-ও বিধিসম্মত হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত সিএইসসিপি ওবায়দুর রহমান জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। মাঠেরহাট ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য কৈলাশ চন্দ্র জানান, তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

সর্বশেষ খবর