শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

চলাচলের অনুপযোগী সংস্কারের অভাবে

কাবুল খান, মানিকগঞ্জ

চলাচলের অনুপযোগী সংস্কারের অভাবে

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ রোডের বেহাল অবস্থা -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানিকগঞ্জ থেকে দেশের উত্তরাঞ্চলে যাওয়ার অন্যতম এ রাস্তাটির কিছু অংশে খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। গুরুত্বপূর্ণ এ সড়কটি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কর্নেল মালেক মেডিকেল কলেজের সামনে দিয়ে গিয়ে টাঙ্গাইল জেলার সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া সাটুরিয়া উপজেলা হয়ে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য রাস্তাটি গুরুত্ব। জানা যায়, সড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জয়রা রমজান আলী কলেজ ও কর্নেল মালেক মেডিকেল কলেজের সামনের অংশের অবস্থা খুবই খারাপ। দ্রুত এ অংশ সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ রাস্তার দুই পাশ ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে প্রতিদিন বহু যানবাহন ও হাজার হাজার লোক এ রাস্তায় চলাচল করেন। সড়কটি এতোই ভাঙ্গাচোড়া যে ভারী যানবাহন তো দূরের কথা রিকশা, বাইসাইকেল পর্যন্ত ঠিকমত চলতে পারে না। আর বৃষ্টি হলে বুঝার উপায় থাকে না এটি রাস্তা না কি জলাশয়। তখন ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই এ রাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। তখন বাধ্য হয়ে আমরা দোকানপাট বন্ধ করে দিই। এক সিএনজি অটোরিকশা চালক জানান- দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করছি। কিন্তু সড়কের ভাঙ্গা জায়গায় ঝাঁকুনিতে এক যাত্রী আরেক যাত্রীর ওপর গিয়ে পড়ে। মানিকগঞ্জ সদর  উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন বলেন, ‘রাস্তাটি এলজিইডির। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত এটি সংস্কার করা দরকার।’ মানিকগঞ্জ এলজিইডিএর নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব জানান, রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে।  করোনার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।’

সর্বশেষ খবর