শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

উচ্ছেদ আতঙ্কে ১২০ ভূমিহীন পরিবার

শেরপুর প্রতিনিধি

উচ্ছেদ আতঙ্কে ১২০ ভূমিহীন পরিবার

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীর পশ্চিম বাকাকুড়া এলাকায় সরকারি বনভূমির সমতল এলাকায় ৬০-৭০ বছর ধরে বসবাস করছে ১২০টি ভূমিহীন পরিবার। তারা প্রায় ৬৫ একর জমিতে ধান ও সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে। সম্প্রতি বন বিভাগ এই এলাকায় গাছের বাগান করা হবে বলে বাসিন্দাদের দখল ছাড়তে তাগাদা দিচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। এতে উচ্ছেদ আতঙ্কে রয়েছে ভূমিহীন শতাধিক পরিবারের সদস্যরা। জানা যায়, বাকাকোড়া মৌজায় সরকারের বন বিভাগের মালিকানার ৫১৮

নম্বর দাগে ৭০ দশমিক ৫০ একর জমিতে দীর্ঘদিন ধরে ১২০ পরিবার বাড়িঘর তুলে বসবাস ও চাষবাস করে আসছে। এখানে রয়েছে মসজিদ, মাদ্রসা ও গীর্জা। এক মাস আগে স্থানীয় বন বিভাগের লোক ওই জমি দখল নিতে বাগান করার জন্য শ্রমিক নিয়ে আসেন। এ সময় গ্রামবাসী তাদের বাধা দেয়। তখন বাধার মুখে বন বিভাগে লোকজন ফিরে গেলেও বলে যায় দ্রুত জায়গা ছেড়ে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার। বন বিভাগের জায়গায় ধান বা সবজি লাগাতেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। একদিকে উচ্ছেদ আতঙ্ক, অন্যদিকে জমিতে চলতি মৌসুমের ধান লাগাতে পারছে না এলাকার চাষিরা। তাদের যাতে উচ্ছেদ করা না হয় এই দাবিতে গত শনিবার কয়েকশ নারীপুরুষ শিশু প্রতিবাদ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে। ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। এই বিষয়ে বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান বলেন- ওই জমির ওপর বন বিভাগের আদালতে করা একটি মামলার রায় সম্প্রতি হয়েছে। রায়ে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে ওই জায়গায় সামাজিক বনায়ন করতে। বিষয়টি স্থানীয়দের জানিয়েছি। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টির কিভাবে সুরাহা করা যায়, তা নিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে আলাপ চলছে।

সর্বশেষ খবর