শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

যুব-ছাত্রলীগের পাঁচ নেতা কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

যুব-ছাত্রলীগের পাঁচ নেতা কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ

সিরাজগঞ্জের বেলকুচিতে দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দিনদুপুরে ফিল্মি স্টাইলে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে কুপিয়েছে নিজ দলেরই প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন -পৌর যুবলীগ নেতা শেরনগর গ্রামের সাহেদুল ইসলাম (৩০), যুবলীগ কর্মী শাহাদত হোসেন (২৩), জাহিদুল ইসলাম (২২), ছাত্রলীগ কর্মী আমিরুল ইসলাম (১৮) ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী মাহমুদুল হাসান (২৬)। এদের মধ্যে সাহেদুল ইসলামসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাসের অনুসারী। নিজ দলের সন্ত্রাসীদের দ্বারা মারপিটের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বেলকুচি পৌরমেয়র বেগম আশানুর বিশ্বাস জানান, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের ছত্রচ্ছায়ায় বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা একের পর এক চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই রেজার বাহিনীর হাতে নিরীহ নেতাকর্মীসহ সাধারণ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। তবে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করে জানান, যে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে বিশ্বাস পরিবার আমাকেই দায়ী করে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাউদ্দিন ফারুকী জানান, হামলার ঘটনটি মর্মান্তিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর