শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হাট বাজারে ক্রেতা-বিক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব । করোনাকালে জেলার শহর কিংবা গ্রামে কোথাও নেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার বালাই। স্থানীয় প্রশাসনের শিথিলতার সুযোগে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব না মানার প্রবণতা বেড়েছে বলে মনে করছে সচেতন মহল। 

গতকাল বেলা ১২টার দিকে জেলা শহরের সেন্টু মার্কেটে গিয়ে দেখা যায়, দূরত্ব বজায় না রেখেই চলছে ক্রয়-বিক্রয়। অনেকেই বাজারে আসছেন মাস্ক ছাড়াই। তাদের মাস্ক না পরার বিষয়ে বললে জানায়, পকেটে মাস্ক আছে। পুরাতন বাজারেরও একই চিত্র। সেখানে গাদাগাদি করে ক্রেতারা বৈদ্যুতিক সরঞ্জামাদি কিনছে। বিভিন্ন অজুহাতে অনেকে মাস্ক পরছে না, মানছে না দূরত্বও।

এছাড়া জেলায় হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন চালকরা। হাতেগোনা কয়েকটি হোটেল-রেস্টুরেন্টে বসিয়ে খাওয়া বন্ধ রাখা হলেও অনেক হোটেল-রেস্টুরেন্টে গাদাগাদি করে খেতে দেখা যাচ্ছে। তাছাড়া জনসমাগম রোধে জেলা প্রশাসন বিকাল ৪টার মধ্যে নিত্যপণ্যের দোকান বন্ধ রাখার নির্দেশনা দিলেও শহরের অনেক দোকান সন্ধ্যাার পরও খোলা রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর