রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

উত্তরা ইপিজেডে বিক্ষোভ ভাঙচুর আগুন

নীলফামারী প্রতিনিধি

উত্তরা ইপিজেডে বিক্ষোভ ভাঙচুর আগুন

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠান এভারগ্রীন বিডি লিমিটেডে এই ঘটনা ঘটে। জানা যায়, করোনা সংকটের এই সময়ে শ্রমিক ছাঁটাই, চাকরি স্থায়ী না করে উল্টো অব্যাহতি দিয়ে নতুনভাবে আবেদনের মাধ্যমে কম বেতনে চাকরিতে যোগদানের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বিক্ষোভ দেখান। এ সময় তারা কাভার্ড ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল এবং অফিসের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকরা জানান, চাকরির মেয়াদ অনেকের ৮ থেকে ১০ বছর হয়েছে। অন্তত ১৫ হাজার টাকা বেতন পাচ্ছেন তারা। তুচ্ছ ঘটনায় তাদের ছাঁটাই করা হচ্ছে। আবার নতুন করে আবেদন করে ৬ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এনামুল হক জানান, এভারগ্রীনের শ্রমিক অসন্তোষের ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এরই মধ্যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে গেল। মালিকপক্ষ ক্ষতি মেনে নিয়েছে। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে বসে একটা সমাধান করা হবে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অবশ্যই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। বিশেষ করে করোনাকালে কোনো শ্রমিক যেন বঞ্চনার শিকার না হন। আজকের ঘটনার বিষয়টি দেখা হবে। কেন এমন হয়েছে।

সর্বশেষ খবর