শিরোনাম
রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

দুই সড়কে ভোগান্তি ১০ গ্রামের মানুষের

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দুই সড়কে ভোগান্তি ১০ গ্রামের মানুষের

দিনাজপুরের বীরগঞ্জে কাঁদা-পানিতে একাকার সড়ক

দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের সাত গ্রামের কয়েক হাজার মানুষের শহরে যাতায়াতের রাস্তাটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিনেও সড়টি পাকা না করায় বর্ষার সময়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটি পাকাকরণের দাবিতে স্থানীয়রা বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও তাদের দুর্ভোগ কাটেনি। এলাকাবাসী জানান, শশরা ইউনিয়নের র‌্যাব ক্যাম্পের পাশ থেকে চকমধু কাগজিয়াপাড়া পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রায়ই গর্তে আটকে যায় যানবাহন। ঘটে ছোট-বড় দুর্ঘটনা। রোগী অথবা গর্ভবর্তী নারীকে নিয়ে এ রাস্তা দিয়ে যাওয়ার সময় ভোগান্তির শেষ থাকে না। এদিকে জেলার বীরগঞ্জ উপজেলায় দেড় কিলোমিটার রাস্তা কাঁদা-ময়লা পানিতে একাকার। কর্দমাক্ত ওই রাস্তা দিয়ে চলাচলে তিন গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কাঁচা এ রাস্তাটি ভোগনগর ইউপির রহিম বখ্স উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-বীরগঞ্জ-পঞ্চগড় মহাসড়ক থেকে ভাবকী গ্রাম হয়ে শীতলাই গিয়ে শেষ হয়েছে। নিজপাড়া ইউপির খলসী বাজারের রাস্তাটিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিকল্প পথে যেতে ৪-৫ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। বর্ষাকালের সামান্য বৃষ্টি হলেই উপজেলার এ দুই রাস্তা পানিতে ডুবে যায়। তখন যানবাহন চলাচল-তো দূরের কথা হাঁটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। স্থানীয় কৃষক মাঠের ধান ঘরে বা হাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় পড়েন বিড়ম্বনায়।

সর্বশেষ খবর