রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

ফল বাজারে ক্রেতা নেই চিন্তায় ব্যবসায়ীরা

কুমিল্লা প্রতিনিধি

ফল বাজারে ক্রেতা নেই চিন্তায় ব্যবসায়ীরা

কুমিল্লা নগরীর একটি ফলের বাজার -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার বাজারে পর্যাপ্ত ফল মজুদ আছে। তবে বিক্রি নেই। অন্য যে কোনো বছরের তুলনায় বিক্রি কমে অর্ধেকে নেমেছে। এ নিয়ে চিন্তিত জেলার ফল ব্যবসায়ীরা। নগরীর কান্দিরপাড় ও রাজগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, বাজারে আম, জাম, কাঁঠাল, লিচু, নাশপাতি,  ডেউয়া, চাপালিশ, কলা, আনারসে ভরপুর বাজার। বাজারজুড়ে ফলের ম ম গন্ধে ছড়িয়ে আছে। তবে আকৃষ্ট হচ্ছে না ক্রেতারা। সূত্র জানায়, বাজারে বর্তমানে রাজশাহীর আমের মজুদ বেড়েছে। বর্তমানে অ¤্রপালি ৭০ টাকা, হাড়িভাঙ্গা ৮০ টাকা,  লেংড়া-৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কিছুদিন পরে বাজারে আসবে ফজলি আম। এখন মাল্টা-২৩০ টাকা, আপেল ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, এ বছর অন্য ফলের চেয়ে কাঁঠাল কিছুটা ভালো দামে বিক্রি হচ্ছে।

এদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় এ বছরও ভারত থেকে প্রচুর আনারস প্রবেশ করেছে কুমিল্লায়। কান্দিরপাড়ের ফল ব্যবসায়ী ইদ্রিস জানান, আমরা এখনো টার্গেট অনুযায়ী ফল বিক্রি করতে পারিনি। অন্য বছর প্রতিজন ফল ব্যবসায়ী বাজারে প্রতিদিন গড়ে ১০-১৫ হাজার টাকার ফল বিক্রি করতাম। এ বছর করোনার কারণে অর্ধেকে নেমে এসেছে বিকিকিনি। রাজগঞ্জের ব্যবসায়ী মহিউদ্দিন জানান, অন্য বছরের তুলনায় এ বছর ফলের উৎপাদন ভালো হয়েছে। বাজারে ফল এসেছে অনেক। প্রত্যেক ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত ফল মজুদ আছে। তবে ব্যবসায়ীরা এ বছর কাক্সিক্ষত পরিমাণ ফল বিক্রি করতে পারছে না।

সর্বশেষ খবর