রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

আবাসিক এলাকায় হাট!

বদরগঞ্জ প্রতিনিধি

আবাসিক এলাকায় হাট!

বদরগঞ্জ পৌরশহরে আবাসিক এলাকায় ভ্যান-বাইসাইকেলের হাট

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের সবচেয়ে জনবহুল মহল্লা বালুয়াভাটা। এখানে বাস করেন কয়েক হাজার মানুষ। যে মূল সড়ক দিয়ে এ মহল্লার মানুষ যাতায়াত করেন এর প্রবেশ পথেই বসে রিকশা, ভ্যান ও সাইকেলের হাট। এতে দুর্ভোগে পড়েন সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ মহল্লাবাসী। করোনা মহামাররী এই সময়েও প্রধান সড়কের ওপর ক্রেতা-বিক্রেতার জটলায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, সাইকেল-ভ্যানের হাট অন্যত্র সরিয়ে নেওয়ার। এ বিষয়ে এলাকাবাসী রংপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও বদরগঞ্জ থানা বরাবর গণস্বাক্ষর সংবলিত অভিযোগও করেছেন। বালুয়াভাটা মহল্লার বাসিন্দা ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুর রহমান রানু জানান, এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াতে খুব কষ্ট হয়। হাটের কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে।

অপর বাসিন্দা আবু হানিফ ও মোকলেছুর রহমান জানান, আবাসিক এলাকার মূল সড়কের ওপর সাইকেলের হাটে অনেক লোকের সমাগম হয়। এতে সাধারণ মানুষসহ আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে বিঘ্ন ঘটে। করোনার এই সময়ে বহিরাগত মানুষের সমাগম আমাদের আরও দুশ্চিন্তায় ফেলেছে। বদরগঞ্জ হাটবাজার ইজারাদার রবিউল ইসলাম রবির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। বদরগঞ্জের ইউএনও মেহেদী হাসান জানান, জনস্বার্থ বিবেচনা করে এ হাটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর