রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের গুরুমশৈল এলাকায় সোয়া এক কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট-খোয়া-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। পুরাতন ভাঙা বিল্ডিংয়ের সিমেন্টযুক্ত ইট এবং পোড়া কালো রঙের ফাঁপা ইটের আধলা দিয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকৌশল বিভাগসূত্রে জানা যায়, উপজেলার গুরুমশৈল মসজিদ থেকে বেলালের বাড়ি পর্যন্ত এক হাজার ২৫০ মিটার রাস্তা পাকা করার জন্য ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, রাস্তা জুড়ে ইট ফেলে রাখা হয়েছে। সে সব ইট শ্রমিক দিয়ে রাস্তায়ই কোনো রকম ভেঙে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও পুরাতন দালান ঘরের সিমেন্টের পলেস্তরা যুক্ত ইটের খোয়া দেওয়া হয়েছে। সাব ফেজ স্তরটি ছয় ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা কোনভাবেই তিন ইঞ্চির বেশি হবে না। এ ব্যাপারে গুরুমশৈল গ্রামের আব্দুল হাকিম জানান, স্থানীয় লোকজন কাজের মান নিয়ে আপত্তি করছেন। ঠিকাদারের পক্ষে কাজের তদারকির দায়িত্বে থাকা দুলাল হোসেন ও আফতাব হোসেন রাস্তায় নি¤œমানের ইট কিছু ব্যবহার হচ্ছে বলে স্বীকার করেন।

সর্বশেষ খবর