সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

চাঁদা তুলে দুই কিমি রাস্তা

নওগাঁ প্রতিনিধি

চাঁদা তুলে দুই কিমি রাস্তা

নওগাঁর রানীনগরে চলছে সড়ক নির্মাণ কাজ

রানীনগরের একডালা ইউনিয়নের নিচতালিমপুর গ্রাম থেকে কাঁঠালগাড়ি পর্যন্ত দুই কিলোমিটার মাটির রাস্তা চাঁদা তুলে নির্মাণ করছেন গ্রামবাসী। দীর্ঘদিনেও জনপ্রতিনিধিরা কেউ রাস্তাটি নির্মাণে এগিয়ে না আসায় এলাকার লোকজন চাঁদা তুলে রাস্তাটি নির্মাণে এ উদ্যোগ নেন। জানা যায়, রানীনগর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্ব-উত্তরে নিচতালিমপুর এবং এর পাশেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রাম। এই দুই গ্রামে ৭ শতাধিক পরিবারের বাস। গ্রাম থেকে মাঠের মধ্য দিয়ে জমির আইলের মতো সরু রাস্তা মিলিত হয়েছে আবাদপুকুর-বগুড়া রাস্তার কাঁঠালগাড়ি নামক স্থানে। দীর্ঘদিন থেকে সরু রাস্তাটি প্রশস্ত করার জন্য ইউপি মেম্বার-চেয়ারম্যানের কাছে ধরনা দিয়েও কোনো ফল পায়নি গ্রামবাসী। দুই গ্রামের কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল পরিবহনে দুই কিলোমিটার রাস্তা পারি দিতে অসহনীয় ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় ভিক্ষুক, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, ধনী-গরিব মিলে ৫০০ থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী ২০ হাজার টাকা পর্যন্ত নিজেরাই চাঁদা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন। স্থানীয় একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, চার বছর আগে রাস্তাটির কিছু কাজ করা হয়েছে। এছাড়া প্রায় চারবার প্রকল্প আকারে দিয়েও কাজ হয়নি। তারপরও চেষ্টা করছি রাস্তা নির্মাণ ও পাকাকরণের জন্য। ইউএনও আল মামুন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রাস্তা নির্মাণ বা পাকাকরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর