শিরোনাম
সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

ছয় ট্রলারসহ ৫২ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি

সরকার ঘোষিত অবরোধ উপেক্ষা করে সাগরে মাছ ধরার অভিযোগে কুয়াকাটার শিববাড়িয়া নদীর মোহনা থেকে অভিযান চালিয়ে মাছভর্তি ছয়টি ট্রলারসহ ৫২ জেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কুয়াকাটার মহিপুর থানার ওসি জানান, রাত সাড়ে ১১টায় অভিযান শুরু হয়।

ভোররাতে শিববাড়িয়া নদীর মোহনায় পর্যায়ক্রমে সাগর থেকে মাছ শিকার করে আসার সময় তাদের আটক করা হয়। অভিযানকালে পুলিশ চারটি ট্রলারসহ ২৮ জন এবং নৌপুলিশ দুটি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করে। জব্দ ছয়টি ট্রলারই মাছভর্তি ছিল। জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, আটক জেলেদের বেশির ভাগই মহিপুর-আলীপুরের। এরা কয়েকদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ শিকার করছিল। আটক ট্রলারের প্রত্যেককে ৫০ হাজার এবং বরফকল চালানোর দায়ে জননী আইস প্লান্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর