সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

গ্রামপুলিশের দাবি সরকারের বিবেচনায় রয়েছে : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘গ্রামপুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তৃণমৃল পর্যায়ে তাদের শ্রম রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুণ করেছে। তাদের আরও যেসব দাবি রয়েছে সরকার সেগুলো বিবেচনা করছে। বিশেষ করে গ্রামপুলিশের চতুর্থ শ্রেণির কর্মচারীর দাবির যৌক্তিকতা রয়েছে। আমি তাদের এ দাবির   প্রতি একমত।’

নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়নের ১০২ জন গ্রামপুলিশকে বাইসাইকেল উপহার দেওয়ার সময় গতকাল প্রতিমন্ত্রী এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানুর সভাপতিত্ব বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন, আবুল কালাম প্রমুখ।

 পরে প্রতিমন্ত্রী এডিবির অর্থায়নে ২০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার এবং ৩৫ মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন।

সর্বশেষ খবর