মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

ভাঙা সড়কে জাল ফেলে প্রতিবাদ

নাটোর প্রতিনিধি

ভাঙা সড়কে জাল ফেলে প্রতিবাদ

নাটোর-বাগাতিপাড়া আঞ্চলিক সড়কের তমালতলা বাজার থেকে হাজিপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে পরিণত হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে সড়কের গর্তগুলো জলাবদ্ধ হয়ে গেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়ে প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে গতকাল সড়কে জমে থাকা পানিতে জাল ফেলে প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী। বাগাতিপাড়ার তমালতলার বাসিন্দারা জানান, খানাখন্দে ভরা সড়কটিতে যান চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়কের কোথাও কোথাও কার্পেটিং উঠে মাটির রাস্তায় পরিণত হয়েছে। খানাখন্দে পানি জমে ছোট ছোট জলাশয়ের আকার হয়েছে। দেখে বোঝার উপায় নেই গর্তের গভীরতা কতটুকু। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, সড়কটির ওই অংশ নিচু হওয়ায় সেখানে পানি জমে কার্পেটিং নষ্ট হয়ে যায়।

সর্বশেষ খবর