মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

কুষ্টিয়া চিনিকলে দুর্নীতিবাজদের ছোবল

► ভুয়া বিল ভাউচারে অর্থ আত্মসাৎ
►তদন্ত শুরু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চিনিকলে দুর্নীতিবাজদের ছোবল

প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া চিনিকল। এবার এ প্রতিষ্ঠানে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে জেঁকে বসেছে দুর্নীতি। অভিযোগ আছে, চিনিকলের সিবিএ নেতাদের সঙ্গে আঁতাত করে প্রশাসনের কিছু কর্মকর্তা টেন্ডার-নিয়োগ বাণিজ্য আর ভুয়া বিল-ভাউচার দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, মিলে শ্রমিক, অস্থায়ী কর্মচারী নিয়োগ, টেন্ডার বাণিজ্য আর ভুয়া বিল-ভাউচারে উঠছে লাখ লাখ টাকা। এ টাকা যাচ্ছে সিবিএ সেক্রেটারি আনিসুর রহমান, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) আকুল হোসেন আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম সারওয়ার মুর্শেদের পকেটে। অনুসন্ধানে জানা যায়, চলতি মৌসুমে চিনিকলের এমডি কিছু ভুয়া বিল বানিয়ে লাখ লাখ টাকা তুলে নিয়েছেন। বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের পাঁচ পাহারাদারের নামে ৯০ হাজার ৬৫০ টাকা বিল তোলা হয়েছে। এরা হলেন শহরের লাহিনী বটতলা এলাকার শফিক, মোল্লাতেঘোরিয়া এলাকার রিতান আলী, কুমারখালীর আলাউদ্দিন নগরের জাহাঙ্গীর প্রমুখ। ওইসব এলাকায় খোঁজ নিয়ে এ লোকদের অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু কাগজে-কলমে লোক দেখিয়ে বিল তুলে নেওয়া হয়েছে। একইভাবে ইক্ষু বিভাগেও ৬৯ হাজার টাকার একটি ভৌতিক বিল তোলা হয়েছে। এ বিল যাদের নামে দেখানো হয়েছে সেসব ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। এ রকম একাধিক ভুয়া বিল তোলা হয়েছে এক মৌসুমেই। এ ছাড়া মিলের চিটাগুড় বিক্রি বাবদ ঠিকাদারের কাছ থেকে লাখ লাখ টাকা কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে পুরাতন কর্মচারীদের বাদ নিয়ে করপোরেশনের নিষেধাজ্ঞার পরও ব্যাকডেটে ২০ জন অস্থায়ী শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন এমডিসহ সিবিএ নেতারা। এজন্য জনপ্রতি নেওয়া হয়েছে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। এসব বিষয়ে সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, ‘আমরা ভোটে নির্বাচিত। শ্রমিকদের ভালোমন্দ দেখি। যেসব বিল উত্তোলন হয়েছে তা ঠিক আছে কিনা এমডিসহ প্রশাসনের লোকজন বলতে পারবেন।’ ভুয়া বিলসহ নানা অনিয়মের বিষয়ে এমডি গোলাম সারওয়ার মুর্শেদ দায় চাপানোর চেষ্টা করেন অন্যদের ওপর। তিনি বলেন, ঠিকাদারদের বিল দিতে কিছু বিল এভাবে তোলা হয়েছে। বিষয়টি সিবিএ নেতাসহ অন্যরা জানেন। শ্রমিক-ঠিকাদার নিয়োগে অনিয়মের বিষয়টি তিনি এড়িয়ে যান।

সর্বশেষ খবর