মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

অ্যাপ্রোচ সড়ক না থাকায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অ্যাপ্রোচ সড়ক না থাকায় ভোগান্তি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের তুলাতলী খালের ওপর নির্মিত কালভার্টের সুবিধা পাচ্ছে না স্থানীয় জনগণ। দুই বছর আগে কালভার্টটি নির্মাণ করা হলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় চেয়ারম্যান বলছেন, কালভার্টটি ব্যবহার করতে না পাড়ায় উপজেলা প্রকৌশল অফিসে আপত্তি জানিয়ে ঠিকাদারের বিল আটকে দিয়েছেন তারা। ভুক্তভোগীরা জানান, বালিগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলাতলী খালে কালভার্ট বা ব্রিজ না থাকায় তিন গ্রামের মানুষকে অনেক রাস্তা ঘুরে গন্তব্যে যেতে হতো। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের জানুয়ারিতে তুলাতলী খালের ওপর বালিগ্রাম পয়েন্টে ২৬ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ওই বছরই নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু কালভার্টের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক বালু দিয়ে করায় বৃষ্টিতে সব ধুয়ে যায়।

সর্বশেষ খবর