শিরোনাম
মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ভাঙচুর লুট, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জাফর মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ১৫ জন। জাফর বড় পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী ও পুলিশ জানায়, নগরকান্দার বড় পাইককান্দি গ্রামের কালুর সঙ্গে আক্তারের বিরোধ চলছিল। রবিবার বিকালে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষে ১৬ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জাফর মোল্লা ও সরোয়ার খানের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে নেওয়ার পথে আক্তার মাতুব্বরের সমর্থক জাফর মোল্লা মারা যান। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। জাফর মোল্লার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে আক্তার মাতুব্বর গ্রুপের সমর্থকরা কালু মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। প্রায় ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, জাল চুরি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখার জন্য ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা স্বাভাবিক। নিহতের ঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর