মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

দুই কর্মকর্তা বদলি অডিটর বরখাস্ত

হিসাবরক্ষণ অফিসে ঘুষ কেলেঙ্কারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের সুপার আবু ইউসুফ নূরুল্লাহ এবং ফিন্যান্স অফিসার মোহাম্মদ আলীকে ঢাকায় বদলি করা হয়েছে। রবিবার উপ-হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১) খায়রুল বাশার মো. আশফাকুর রহমান তাদের বদলির আদেশে স্বাক্ষর করেন। সাময়িক বরখাস্ত করা হয়েছে অডিটর কুতুব উদ্দিনকে। গত ২৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর কুতুব উদ্দিন গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের জালে ধরা পড়েন ঘুষের ৫ লাখ টাকাসহ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিক সংগঠনের নেতা গার্ড আবদুল হাই, কার্যসহকারী নজরুল ইসলাম স্বপন ও হুমায়ুন কবির ঘুষের এই টাকা নিয়ে যান অ্যাকাউন্টস অফিসে। সড়ক বিভাগের মাস্টাররোল কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ হওয়ার পর তাদের আগের বকেয়া বেতন-ভাতা পাস করাতে ওই কর্মকর্তার হাতে ঘুষের এই টাকা তুলে দেন তারা। শ্রমিকদের মধ্যে নজরুল ইসলাম স্বপন থানায় অভিযোগ দেন- তাদের কাছে বিল পাস করাতে ঘুষ দাবি করেছেন কুতুব উদ্দিন। অভিযোগটি দুদকে পাঠানো হয়। ঘুষ কেলেঙ্কারির ঘটনার তদন্তও শুরু হয়েছে।

সর্বশেষ খবর