শিরোনাম
বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মেম্বারকে টাকা দিয়েও প্রতিবন্ধীর ভাগ্যে জোটেনি ভাতা!

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রতিবন্ধী বৃষ্টি আকতার। নিজের নামে ভাতার কার্ডের জন্য ইউপি সদস্যকে টাকা দিলেও তার কার্ড হয়নি। বৃষ্টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন।

জানা যায়, লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে প্রায় তিন বছর আগে শারীরিক প্রতিবন্ধী বৃষ্টির পরিবারের কাছ থেকে ২ হাজার টাকা নেন। বৃষ্টির বাবা কাশেম মুনসী আট বছর আগে মারা যাওয়ায় মা মনোয়ারা গার্মেন্টে চাকরি করে সংসার চালন। নানি ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি থেকে লেখাপড়া করছে বৃষ্টি। ইউপি সদস্য কামরুল ইসলাম টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এটা আগের একটা জের। আমি টাকা নিতে যাব কেন!’ লালপুরের ইউএনও উম্মুল বানীন দ্যুতি জানান, মহিলাবিষয়ক কর্মকর্তাকে এ ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর