বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্রণোদনা চান চামড়া ব্যবসায়ীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনার প্রভাবে সিরাজগঞ্জের চামড়া শিল্পে ধস নেমেছে। একদিকে বেচাকেনা বন্ধ অন্যদিকে করোনার অজুহাতে ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজিহীন হয়ে পথে বসার উপক্রম হয়েছে শিল্পের সঙ্গে জড়িতদের। এ অবস্থায় শিল্পটি টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ইউসুফ আলী ও সহসভাপতি আনোয়ার হোসেন জানান, ট্যানারি মালিকদের কাছে লাখ লাখ টাকা বকেয়া ছিল। তারা সরকারের কাছে ওয়াদা দিয়েছিল তিন দফায় বকেয়া পরিশোধ করবে। এখনো পরিশোধ করেনি। তার ওপর করোনার কারণে ব্যবসা সম্পূর্ণ বন্ধ থাকায় চামড়া শিল্প ধ্বংসের মুখে।

সর্বশেষ খবর