বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা
পণ্য রপ্তানিতে বাধা

বেনাপোলে আমদানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির দাবিতে বেনাপোল বন্দরে গতকাল সকাল থেকে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন বুধবার প্রতীকী ধর্মঘট হিসেবে ভারত থেকে বাংলাদেশে আমদানি কার্যক্রম বন্ধ রেখেছে। জানা যায়, করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে সম্প্রতি ভারত ও বাংলাদেশের স্থলবন্দরগুলো খুলে দেওয়া হয়। কিন্তু ভারত থেকে বাংলাদেশে পণ্য প্রবেশ স্বাভাবিক থাকলেও বাংলাদেশ থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক ঢুকতে দিচ্ছে না ভারত। বিষয়টি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতে রপ্তানি বাণিজ্য চালু করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছি।

 

সর্বশেষ খবর