বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

কুয়েটে অনলাইন ক্লাস শুরু ১২ জুলাই

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১২ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ¯œাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম। পূর্ণাঙ্গ রূপে এ  অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে ৯ আগস্ট থেকে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার এ তথ্য জানান। অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির প্রতিবেদনের পর ২১ জুন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরি) অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে বৃষ্টির সময় বজ্রপাতে ধুমা হেমরন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ঈশ্বর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত ধুমা ঈশানপুর গ্রামের মৃত মন্দন হেমরনের ছেলে।

-দিনাজপুর প্রতিনিধি

কাবিখার চাল জব্দ

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকা থেকে সরকারি কবিখার ২২ টন চালবোঝাই একটি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আন্দুলবাড়িয়া এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।-চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর