শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

তিন যমজ সন্তান নিয়ে সংকটে বৃষ্টি পাহান

নাটোর প্রতিনিধি

তিন যমজ সন্তান নিয়ে সংকটে বৃষ্টি পাহান

সরকার বলে শিশু ভাতা দিচ্ছে। হামার তিন যমজ বাচ্চার ভাতার জন্য এমপি, মেয়র, কাউন্সিলর কতজনের কাছে গেলাম কেউ কিছু দিল না বাবু। হামার বাবুরা খেয়ে না খেয়ে দিন পারছে। কথাগুলো বলছিলেন নাটোর শহরের হাজরা নাটোর এলাকার আদিবাসী পল্লীর দিনমজুর কাশিনাথ পাহানের স্ত্রী বৃষ্টি পাহান। ২০১৯ সালের ২৬ এপ্রিল সিজারের মাধ্যমে বৃষ্টি পাহান তিন ছেলে সন্তানের জন্ম দেন। বাচ্চাদের নাম রাখা হয় কর্ণ, কেশব, কৈশিক। একই রকম চেহারার তিন শিশুকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে আদিবাসী পরিবারটি। বাচ্চাদের বাজার থেকে দুধ কিনে খাওয়াতে হয়। করোনার লকডাউনে তাদের কেউ সাহায্য করেনি। তিন সন্তানের জনক কাশিনাথ পাহান মানুষের জমিতে ক্ষেতমজুরের কাজ করে যা পান তা দিয়ে পাঁচজনের সংসার খেয়ে না খেয়ে দিনানিপাত করছে। গণমাধ্যমকর্মী সাব্বির হোসেন মিতুল বলেন, আমরা কি পারি না, অবুঝ তিন শিশুর মুখে সামান্য খাবার তুলে দিতে। আমরা কি পারি না তাদের দুধের ব্যবস্থা করে দিতে।

আদিবাসী পল্লী প্রধান পরিষ্কার সরদার বলেন, তিন যমজ শিশু নিয়ে পরিবারটি মানবেতর জীবন-যাপন করছে। দিনমজুর বাবার পক্ষে তিন শিশুর ভরণপোষণ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ খবর