শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

লালমাইয়ে গর্ভবতীদের জন্য সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

লালমাইয়ে গর্ভবতীদের জন্য সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ডিভিশন (দ্য ম্যাজেস্টিক এয়ারবোর্ন ও ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স)।

কুমিল্লা সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় বিএমএ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক দল বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে দিনব্যাপী ৫ শতাধিক দুস্থ ও অন্তঃসত্ত্বা মাকে স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করে। উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদা খান, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, লালমাই ইউএনও কে এম ইয়াসির আরাফাত প্রমুখ।

সেনানিবাস সূত্র জানান, করোনাভাইরাস দুর্যোগে ৪৪ পদাতিক ডিভিশন কুমিল্লাসহ ছয় জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজারসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

সর্বশেষ খবর