শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাঁধের গাছ কেটে সাবাড়

নওগাঁ প্রতিনিধি

বাঁধের গাছ কেটে সাবাড়

নওগাঁর মান্দায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল স্থানীয় প্রভাবশালীরা ভাড়াটিয়া লোকজন দিয়ে পরানপুরের হলুদঘর এলাকা থেকে গাছগুলো কেটে নেয়।

স্থানীয়রা জানায়, শিব নদের পূর্বপাড়ে পানি উন্নয়ন বোর্ডর (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বন বিভাগ। গতকাল সকালে হলুদঘর গ্রামের আবদুল হান্নান ও সাবেক ইউপি সদস্য এরশাদ আলী ভাড়াটিয়া লোকজন দিয়ে ৬-৭টি বড় গাছ কেটে ফেলে। পরে তারা ওই গাছ ভ্যান গাড়িতে করে অন্যত্র সরিয়ে নেয়।

স্থানীয় মোতাহার হোসেন বলেন, গ্রাম পুলিশ পাঠিয়ে কেটে নেওয়া গাছ আটকানো হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর