শিরোনাম
শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বেহাল পৌর বাজারের শেড ভোগান্তি ক্রেতা-বিক্রেতার

দিনাজপুর প্রতিনিধি

বেহাল পৌর বাজারের শেড ভোগান্তি ক্রেতা-বিক্রেতার

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফুলবাড়ী পৌর বাজারের টিনের শেডগুলো ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এতে বর্ষার সময়ে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বার বার পৌর কর্তৃপক্ষকে জানালেও সংস্কারের উদ্যোগ নেইনি। জানা যায়, ১৯৮৮ সালে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়ী পৌর বাজারের টিনের সেডগুলো নির্মাণ করা হয়। এরপর আর মেরামত হয়নি। অনেক ঘরের টিন মরিচা ধরে নষ্ট হয়েছে। সিমেন্টের পিলার ভেঙে গেছে। শেডের কাঠ পানিতে পচে ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পৌরবাজারে গিয়ে দেখা যায়, খুচরা মাছ ব্যবসায়ীদের জন্য নির্মিত শেড ব্যবহার করছেন মাছের আড়তদাররা। খুচরা ব্যবসায়ীরা দোকান বসিয়েছেন যাতায়াতের রাস্তার উপর। পাশের টিনশেট ঘরগুলো ব্যবহার করছেন ছাগলের মাংস বিক্রেতা ও মুরগি ব্যবসায়ীরা। একটি শেডের নিচে কোনো দোকানদার নেই। খুচরা ব্যবসায়ীরা রাস্তায় দোকান বসানোয় ওই পথে পানি জমে ভোগান্তির শেষ নেই পথচারীসহ ক্রেতাদের। মুরগি ব্যবসায়ী আছির ও সামিউল জানান, তারা প্রতি বছর ট্রেড লাইসেন্স’র টাকা এবং হাটবাজারের জমা দিয়ে নিয়মিত ব্যবসা করে আসছেন। এরপরও সুবিধাবঞ্চিত হচ্ছেন। শেডগুলোর টিন মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ায় বর্ষার সময় বৃষ্টিতে ভিজে বেচাকেনা করতে হয়। ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ‘ঘরগুলো মেরামত করা প্রয়োজন, কিন্তু অর্থের অভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।’ আড়ৎদারদের বিষয়ে জানান, আগের মেয়ররা তাদের জায়গা করে দিয়েছেন। তাই হঠাৎ করে তাদের স্থানান্তর করা সম্ভব হচ্ছেনা।

সর্বশেষ খবর