শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

লালপুরে দলীয় কর্মসূচিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নাটোর প্রতিনিধি

লালপুরে দলীয় কর্মসূচিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নাটোরের লালপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তাঁতিলীগের শোভাযাত্রা

নাটোরের লালপুরে ক্ষমতাসীন দলের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ রয়েছে। দলের বিভিন্ন কর্মসূচিসহ স্থানীয় এমপি অনুষ্ঠানে যোগ দিতে নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রাসহ বিপুল মানুষের সমাগম করছেন। এতে এলাকায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার (গতকাল) প্রশাসনের সামনে দিয়ে মোটর শোভাযাত্রা করা হয়েছে। শতাধিক মোটরসাইকেলে করে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ি মাজার এলাকায় যান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। সেখানে ইউনিয়ন তাঁতিলীগের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতেই এই মোটর শোভাযাত্রা বের করা হয়। পরে নেতা-কর্মী ও সমর্থকরা এলাকায় আনন্দর‌্যালি করেন। আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের অনেকে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার নামেও এরা অনুষ্ঠান করে। হাইব্রিডরা যেভাবে শত শত মানুষ নিয়ে সভাসমাবেশ ও শোভাযাত্রা বের করে তাতে লালপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, ‘তারাও এ নিয়ে শঙ্কিত। ওই সব নেতা-কর্মী আওয়ামী লীগের কাঠামোর সঙ্গে জড়িত নয়। উপজেলা আওয়ামী লীগের সিংহভাগ নেতা-কর্মী এদের কর্মকান্ডে বিরক্ত।

সর্বশেষ খবর