শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

কালভার্ট আছে রাস্তা নেই!

নওগাঁ প্রতিনিধি

কালভার্ট আছে রাস্তা নেই!

নওগাঁর রাণীনগরে সংযোগ রাস্তাবিহীন কালভার্ট -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের সিম্বা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সিম্বা খাল। এই খাল পারাপারের জন্য একটি ছোট কালভার্ট নির্মাণ করা হলেও তৈরি করা হয়নি পার্শ্ব রাস্তা। ফলে কালভার্টটি কোনো কাজেই আসছে না। সংযোগ সড়কের অভাবে দুই গ্রামের বাসিন্দারা পানিতে ভিজে খাল পার হচ্ছেন। গ্রামবাসির অভিযোগ, কালভার্টটি নির্মাণে তারা খুশি হলেও দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবি জনস্বার্থে দ্রুত সংযোগ রাস্তা নির্মাণ করা হোক। জানা যায়, নির্মাণের প্রায় এক বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ রাস্তার মাটি ভরাট কাজ রহস্যজনক কারণে শেষ না করায় পানিবেষ্টিত হয়ে আছে কালভার্টটি। খালের পানি বৃদ্ধি পাওয়ায় সিম্বাসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে পানিতে ভিজে পারাপার হচ্ছে। শিক্ষার্থীরা পারাপার হতে গিয়ে বই-খাতা, জামা-কাপড় নষ্ট করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিষয়টি আমার জানা আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের অর্থ জমা রয়েছে। তারা এই কাজ করতে বাধ্য। অচিরেই সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর