শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

নন্দীগ্রামের প্রবেশপথে জীবাণুনাশক গেট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন। গতকাল বিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে জীবাণুনাশক এ মেশিন স্থাপন করেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি। বসানোর পর থেকে স্থানীয়রা এই মেশিনের মধ্য দিয়ে চলাচল করছেন। চলাচলের সময় মেশিন থেকে জীবাণুনাশক জলীয় বাষ্প বের হয়ে শরীরে পড়ছে। এতে নন্দীগ্রাম উপজেলার সাধারণ মানুষ খুব সহজেই জীবাণুমুক্ত হতে পারছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহাজান আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, তাঁতীলীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, মশিউর রহমান, আল-জাহিদ প্রমুখ।

সর্বশেষ খবর