রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

বরিশালে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লা, টাঙ্গাইল ও সিলেটের বিশ্বনাথে আরও চারটি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। বরিশাল : বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চরলক্ষ্মীপাশা গ্রামে পান্ডব নদী তীর থেকে বাবা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ছেলের এবং গতকাল সকালে বাবার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে পান্ডব নদী তীরের ঝোপ থেকে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার পেটে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। একই এলাকা থেকে শুক্রবার রাত ৮টার দিকে উদ্ধার করা হয় হেলাল উদ্দিনের ছেলে ইয়াসিন হাওলাদারের গলাকাটা লাশ। নিহতদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তারা মাছ ধরার চাই বিক্রি করতেন। বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে। হেলাল উদ্দিনের স্ত্রী নাসিমা অজ্ঞাতনামাদের আসামি করে গতকাল মামলাটি করেন। কুমিল্লা : নাঙ্গলকোটে পিকআপ ভ্যান চালককে হত্যার পর ব্রিজের পাশে ঝোঁপে ফেলে গেছে দুর্বৃত্তরা। ভ্যান চালক ইউসুফ মহসিন নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে। গতকাল ভোরে শ্রীরামপুর মনতলী ব্রিজের পাশে ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে লাকসামে শালিসি বৈঠকে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সানাউল্লাহ লাকসামের চরবাড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে। মসজিদে কথা বলা নিয়ে চরবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের দোকানে বসা শালিসি বৈঠকে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। টাঙ্গাইল : কালিহাতি উপজেলার রামপুর সাত বিল থেকে শুক্রবার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক একই এলাকার তারা মিয়ার ছেলে রানা। গত ২৪ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ উপজেলায় গৃহবধূ ফাতেমার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে। বাবার বাড়ির লোকজন বলছেন, যৌতুকের জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। ফাতেমা উপজেলার শেখেরগাঁও গ্রামের জামিল আহমদের স্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর