রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা টেস্টের অর্থব্যয়ের দায়িত্ব নিলেন মুন্না

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার নমুনা টেস্টের অর্থব্যয়ের দায়িত্ব নিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি (সিরাজগঞ্জ-২)। এর ফলে প্রতিদিন ১০ জন ব্যক্তি ফ্রিতে নমুনা টেস্ট করাতে পারবেন। একই সঙ্গে তার উদ্যোগে নমুনা সংগ্রহের জন্য আরও দুটি বুথ স্থাপন করা হয়েছে। আর এতে যেসব স্বেচ্ছাসেবী কাজ করবেন তাদের বেতন ব্যক্তিগত তহবিল থেকে প্রদানের ঘোষণা দিয়েছেন এমপি মুন্না। সিরাজগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান হীরা বলেন, সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার এমন উদ্যোগে নিম্নআয়ের মানুষ উপকৃত হবে। তার উদ্যোগেই সিরাজগঞ্জে পিসিআর মেশিন এসেছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুর রহমান বলেন, এমপি মুন্না ঢাকা থেকে দুটি বুথ এনেছেন। যার একটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল এবং অপরটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর