রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিএনপি সংবিধান বিশ্বাস করে না বলেই বাজেটের কপি ছিঁড়েছে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানে বিশ্বাস করে না। তাই তারা দেশের দুর্যোগে পাশে না থেকে বাজেটের কপি ছিঁড়েছে। যা সংসদ অবমাননার শামিল। বিএনপি কখনোই কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগই দেশের মানুষের দুর্যোগ-দুর্বিপাকে পাশে থাকে। তাই দেশের এই ক্রান্তিকালেও একটি গণমুখী বাজেট প্রণয়ন করেছে; যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। গতকাল শরীয়তপুরের নড়িয়ার উপজেলার ঘড়িষার, ডিঙ্গামানিক ও চামটা ইউনিয়নে এবং সখিপুর থানার সখিপুর, আরশিনগর ও চরকুমারিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের ২০০ বান্ডিল টিন ও নগদ ৬ লাখ টাকা বিতরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, আওয়ামী লীগ নেতা কাওসার আহম্মেদ তকি, কহিনুর সুলতানা দোলা, ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, কামরুজ্জামান মানিক সরদার, আওয়ামী লীগ নেতা মিহির চক্রবর্তী, আদিল মুন্সি, মনির গাজী, আলাউদ্দিন খান প্রমুখ। এর আগে উপমন্ত্রী জাজিরা ও নড়িয়ার ডানতীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও নড়িয়া ও সখিপুরে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবেও জানান তিনি।

সর্বশেষ খবর