রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বর্জ্যে অতিষ্ঠ পৌরবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্জ্যে অতিষ্ঠ পৌরবাসী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর-মালোপাড়ায় মুরগি ও জবাই করা গরু এবং খাসির উচ্ছিষ্ট ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় ওই এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে মনে করছেন অনেকে। পৌর কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও ওই এলাকায় উচ্ছিষ্ট ফেলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ আছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার রাজারামপুর-মালোপাড়াসহ বিভিন্ন মহল্লার মানুষের যাতায়াতের রাস্তার মালোপাড়া অংশে মুরগির বিষ্ঠা ও জবাই করা গরু ও খাসীর উচ্ছিষ্ট দীর্ঘদিন ধরে ফেলে আসছে বটতলাহাটের ব্যবসায়ী ও কসাইরা। বিষ্ঠার দুর্গন্ধে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, একেক সময় এমন দুর্গন্ধ বের হয় তা সহ্য করার মতো নয়। তিনি বলেন, এ বিষয়ে পৌরসভাকে জানালেও কোনো সুরাহা হয়নি। এলাকার আরেক বাসিন্দা জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে পৌরসভাকে পদক্ষেপ নিতে হবে। স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ জানান, এ নিয়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছিল। পৌরমেয়র নজরুল ইসলাম জানান, উচ্ছিষ্ট ফেলার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর