রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

ব্যবসায়ীকে মারপিট, ছাত্রলীগ নেতার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে সেমি অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আহত হওয়ার ঘটনায় থানায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ছাত্রলীগের নেতাও পাল্টা মামলা করেছেন থানায়। অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহত হওয়ার প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২৮ জুন সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজনের হামলায় মিল মালিক সমিতির নেতা সিরাজুল ইসলাম আহত হন। তিনি এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেন। এরমধ্যে ছয় শতক জমি দখল বুঝে দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে তার সঙ্গে বেশ কয়েক দফা কথা বলা হয়। কিন্তু জমি বুঝে দিতে টালবাহানা করতে থাকে। ভূমি জরিপকারীর মাধ্যমে জমি মাপ দিয়ে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ভাড়াটে লোকজন এনে তার ওপর হামলা করা হয়। এতে সিরাজুলের মাথা ফেটে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে নজরুল ইসলাম লিটন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এদিকে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকেও থানায় পাল্টা মামলা দেওয়া হয়েছে।

আহত সিরাজুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধে চাঁদা না দেওয়ায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আরিফুর রহমান শুভ জানান, হামলার কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় রাজনৈতিক কোন্দলে মিথ্যা মামলা দায়ের হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্য (ওসি) মিজানুর রহমান জানান, মারপিটের ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর