সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

মাসুম হেলাল, সুনামগঞ্জ

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার

সুনামগঞ্জ জেলায় করোনভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা  হাজার ছাড়ালেও রোগের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো মৌলিক বিধিনিষেধ মানার তোয়াক্কা করছেন না বেশিরভাগ মানুষ। ভাইরাসের বিস্তার ঠেকাতে অতিপ্রয়োজনীয় মাস্ক ব্যবহার না করেই রাস্তাঘাট, বাজার, বিপণিবিতান ও জনবহুল এলাকায় জটলা পাকিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকই। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাস এই অঞ্চলে আরও বেশি মাত্রায় সংক্রমণ ছড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জানা যায়, ১২ এপ্রিল জেলার দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওইদিনই জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। লকডাউনের মধ্যেই প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা। দেড় মাসের ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬২ জনে দাঁড়িয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।  সরজমিন দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে গিয়ে দেখা যায়, বিকালের দিকে বাজারের প্রধান গলিতে সদাইপাতি কিনতে আসা মানুষের ভিড়ে পা ফেলার জায়গাটিও নেই। উপচেপড়া এই ভিড়ের বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। স্বাভাবিক পরিস্থিতির মতো করে ঘুরছেন, কেনাকাটা করছেন তারা।

সাবেক সিভিল সার্জন ডা. আব্দুন নূর বলেন, যেহেতু প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি, ফলে এই রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। তার মতে, সামাজিক দূরত্ব বজায় ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আরও উদ্যোগী হতে হবে।  সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, সামাজিক দূরত্ব মানতে জনসাধারণকে যাতে বাধ্য করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা প্রশাসনকে বলছি। আমাদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর