সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিকার চেয়ে উপজেলা সদরে গতকাল মানববন্ধন          করেছে কয়েকটি সমাজসেবী সংগঠনের কর্মীরা।

মানববন্ধনকারীরা বলেন, লকডাউনের আগে মেঘনা পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফরা বাড়ি বাড়ি গিয়ে মিটারের রিডিং দেখে বিল তৈরি করে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতেন। গত দুই মাস তারা গ্রাহকের বাড়িতে না গিয়ে ইচ্ছামতো বিল তৈরি করে অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে বিড়ম্বনা সৃষ্টি করছেন। আন্দোলনকারীরা বিষয়টির প্রতিকার চেয়ে মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেঘনা পল্লী বিদ্যুৎ বিভাগকে বিষয়টি ক্ষতিয়ে দেখার নির্দেশ দেন।

সর্বশেষ খবর