সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে খুন

লালমনিরহাট ও সিরাজগঞ্জ প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ধরলা নদীর পানিতে ভেসে উঠল তরিকুল ইসলাম (৩০) নামে এক গরুর ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর সীমান্ত এলাকায় নদী থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। তরিকুল পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের আমবাড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে শ্রীরামপুর সীমান্তের ৮৪২ নম্বর পিলার এলাকা দিয়ে পাঁচদিন আগে ভারতে যান তরিকুল ইসলাম। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার ওই সীমান্ত এলাকায় পানিতে ভেসে আসে তার মরদেহ। বিজিবি ও বিএসএফের সহায়তায় শূন্যরেখা থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। মরদেহের গলায় গুলির চিহ্ন রয়েছে। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিরাজগঞ্জের কাজিপুরে আপন চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে আব্দুল বাছেদ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার পাটাগ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রমের আবু হোসেন আলীর ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কোন্দলের জেরে চাচাতো ভাই আবু শাহীনের সঙ্গে কথা কাটাকাটি হয় বাছেদের। একপর্যায়ে শাহীন তার হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুলের গলায় আঘাত করেন। গুরুতর অবস্থায় বাছেদকে কাজিপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর