মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঝিনাইদহে সরকারি কোয়ার্টার গুদাম ভাড়া বাণিজ্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সরকারি কোয়ার্টার গুদাম ভাড়া বাণিজ্য

সড়ক বিভাগের কোয়ার্টারের জমিতে নির্মিত দোকান। এর পেছনে রয়েছে গুদামঘর -বাংলাদেশ প্রতিদিন

ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি কোয়ার্টারের মধ্যে দোকান নির্মাণ করে বিক্রি এবং গুদাম ও কোয়ার্টারের বাসা ভাড়া দিয়ে অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা যায়, ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় সওজের সেমি পাকা একটি কোয়ার্টার রয়েছে। সেখানে ছয়টি ফ্ল্যাট, একটি গুদাম ও দুটি দোকান ঘর রয়েছে। এর মধ্যে তিনটি ফ্লাটে তিন কর্মচারি বসবাস করেন। অন্য তিনটির মধ্যে একটিতে সাবেক কর্মচারি মৃত শফিক উদ্দিনের পরিবার মানবিক বিবেচনায় বসবাস করছেন। অভিযোগ আছে অন্য দুটি ফ্ল্যাটের একটিতে কর্মচারি না হয়েও থাকছেন এক কর্মচারির ভাই। অপর ফ্ল্যাটটি বহিরাগত একজনের কাছে প্রায় দুই বছর ধরে ভাড়া দেওয়া হয়েছে। সেখান থেকে প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া আদায় করা হয়। এখানেই শেষ নয় সরকারি কাজে ব্যবহৃত গুদামটিও বছরের পর বছর বহিরাগতদের কাছে ভাড়া রয়েছে। সওজ’র আরেক কর্মচারি কোয়ার্টারের জায়গায় অবৈধভাবে সেমি পাকা দুইটি দোকান ঘর নির্মাণ করেছেন। এর মধ্যে একটি একজনের কাছে বিক্রি করেন। অপর দোকানটি ১০ হাজার টাকার চুক্তিতে প্রতি মাসে ৫০০ টাকা করে ভাড়া দেওয়া হয়েছে। কোয়ার্টার দেখাশোনার দায়িত্বে থাকা ঝিনাইদহ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুর জ্যোতি বসু বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর