মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

অভিযোগ তদন্তের নামে আসামির বাড়িতে হামলা ভাঙচুর!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে স্ত্রীর করা যৌতুকের অভিযোগ তদন্তে গিয়ে এসআই জাহাঙ্গীরের উপস্থিতিতে স্বামী সুলতান আহম্মদের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে সাদা পোশাকধারী কিছু দুর্বৃত্ত। এ সময় এসআই ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। নোয়াখালী পৌরসভার কাশেম কন্ট্রাক্টরের বাড়িতে রবিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে আদালতে মামলা করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান ও সায়মা আহম্মদ জানান, আমার ভাই সুলতান আহম্মদের স্ত্রী কামরুন নাহার স্মৃতির বেপরোয়া চলাফেরার কারণে পরিবারে ঝগড়া লেগে থাকতো। গত ২২ জুন আদালতের মাধ্যমে কামরুন নাহার স্মৃতিকে তালাক দেয় সুলতান। তালাকের পর থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। হয়রানি করার জন্য কামরুন নাহার তালাকের বিষয় গোপন রেখে গত ৪ জুলাই থানায় যৌতুকের অভিযোগ করে। সে অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গী আলম ৭-৮ জন সাদা পোশাকধারী লোক নিয়ে তদন্তের নামে এসে ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। বাড়িতে থাকা একটি মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে যায়। অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্ত্রী কামরুন নাহার তার স্বামীর বিরুদ্ধে থানায় এসে যৌতুকের অভিযোগ দেয়। এ আলোকে আমি বিষয়টি তদন্ত করতে যাই। এ সময় ওই বাড়িতে কোনো হামলা হয়নি।’ তিনি বলেন, সুলতান আহম¥দের বাড়ি থেকে মোটরসাইকেল থানায় নিয়ে আসা আমার ঠিক হয়নি। এখন কেউ এলে তা দিয়ে দিবো।

সর্বশেষ খবর