মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

পশুর হাটে অতিরিক্ত খাজনা মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নওগাঁ প্রতিনিধি

ঈদুল আজহা সামনে রেখে নওগাঁর মান্দার চৌবাড়িয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইজারা পাওয়ার তিন মাসেও হাটে টাঙানো হয়নি সরকার নির্ধারিত খাজনা (টোল) আদায়ের তালিকা। এ সুযোগে ইজারাদারের লোকজন ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে ইচ্ছামত আদায় করছে খাজনার অর্থ। অন্যদিকে এ পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাটে আসা অনেকেই ব্যবহার করে না মাস্ক। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই চিকিৎসক। এ অবস্থায় হাটের ক্রেতা-বিক্রেতার মাধ্যমে করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের বৃহত্তম পশুর হাট চৌবাড়িয়া। চলতি ১৪২৭ (বাংলা) সনে আয়কর ভ্যাটসহ হাটটি ইজারা দেওয়া হয়েছে পাঁচ কোটি ৪১ লাখ টাকায়। প্রচ- ভিড় ঠেলে হাটের ভেতরে প্রবেশ করছেন ক্রেতারা। ইজারাদারের লোকজন বিভিন্ন স্থানে টেবিল-চেয়ার বসিয়ে আদায় করছেন খাজনা। সরকার নির্ধারিত খাজনা ছাড়াও আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। শুধু ক্রেতার কাছ থেকে খাজনা নেওয়ার নিয়ম থাকলেও বিক্রেতাদেরও গুনতে হচ্ছে টাকা। এছাড়া বিভিন্ন ফান্ডের কথা বলেও টাকা আদায় করা হচ্ছে। ক্রেতারা অভিযোগ করে বলেন, ‘আমাদের কাছ থেকে গরুপ্রতি ৫০০ টাকা নেওয়া হলেও ইজারাদারের লোকজন রসিদে টাকার অংক উল্লেখ করছেন না। ওই স্থান ফাঁকা রেখেই রসিদ সরবরাহ করা হচ্ছে। মান্দার ইউএনও আব্দুল হালিম বলেন, ‘বিষয়টি শুনেছি। আগামী হাটের দিনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর