বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিদ্যালয় দখল করে বউবাজার

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে একুশ বছরের পুরনো একটি বিদ্যালয় দখল করে ‘বেগম রোকেয়া বউ বাজার’ নামে কাঁচা বাজার করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পৌর কর্তৃপক্ষের প্রতি দখলের অভিযোগ আনা হয়। তবে পৌর কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহরের সাহাপাড়ায় ২২ শতাংশ জমি হীরক চন্দ্র চৌধুরীর দেবোত্তর সম্পত্তি পত্তনমূলে প্রয়াত প্রসন্ন কুমার সাহা ভোগদখল করে আসছিলেন।

প্রসন্ন কুমার সাহার মৃত্যুর পর তার চার উত্তরাধিকারী ১৯৯৯ সালে ওই ভূমি প্রসন্ন কুমার সাহা একাডেমির নামে স্বত্যর্পণ দলিলে দান করেন। ফলে তখন থেকে ওই জমিতে প্রসন্ন কুমার সাহা একাডেমি নামে স্কুল পরিচালিত হয়ে আসছে। গত ২৮ জুন পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ‘প্রসন্ন কুমার সাহা একাডেমি’ দখল করে একাডেমির সাইন বোর্ডের উপরে ‘বেগম রোকেয়া বউ বাজার’ নামে সাইন বোর্ড লাগানো হয়। প্রতিষ্ঠানটির তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে একাডেমির চত্বরে ও বাইরে কাঁচা বাজার বসানো হয়। একাডেমির অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, জমিদাতা সদস্য গোপাল চন্দ্র সাহা, একাডেমি পরিচালনা পরিষদের সদস্য বাদল চন্দ্র সাহা, ডা. কিরণ দত্ত, সুধাংশু কালোয়ার, হাফিজুর রহমান, রমজান আলী, মুঞ্জুরুল ইসলাম, আসাদুজ্জামান সোহেল  প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, স্কুলের উন্নয়নের জন্য যা যা করা দরকার পৌরসভার পক্ষ থেকে করা হবে। কাঁচাবাজার এখানে থাকবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর