বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

বগুড়া-১ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই। নির্বাচন ঘিরে ঝড়-বৃষ্টি ও করোনাভাইরাস উপেক্ষা করে ভোটারদের দোয়া এবং নিজের পক্ষে রায় নিতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। এলাকায় এলাকায় মাইকিং, পোস্টারিং আর গণসংযোগ করছেন তাদের নেতা-কর্মী ও সমর্থকরা। উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীর পক্ষে নেতা-কর্মীরা গতকাল নৌকায় ভোট চেয়ে মোটরসাইকেল শো-ডাউন করেন। স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ দুটি মাইক্রোবাস, কয়েকটি মোটরসাইকেলে কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ করেন সারিয়াকান্দির বিভিন্ন স্থানে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম বটগাছ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। বসে নেই জাতীয়পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি প্রার্থী মো. রনিও। তার পক্ষে গণ জোয়ার সৃষ্টি, ভোটারদের দোয়া  ও রায় পেতে তিনি উল্কার মতো ছুটে বেড়াচ্ছেন। বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই অন্য দলের প্রার্থীরা প্রচার-প্রচারণায় জোরদার করছেন। ভোটাররাও পছন্দের প্রার্থী বেঁচে নিতে হোটেল-রেস্তোঁরায় আলোচনা সমালোচনা করছেন।

সর্বশেষ খবর